• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

পাটগ্রামে পাথর ভাঙা শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ২২:৪৯
ছবি : আরটিভি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর ভাঙা শ্রমিকদের পেশাগত ব্যাধি, স্বাস্থ্য সুরক্ষায় করণীয় ও সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা এবং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বুড়িমারী স্থলবন্দর এলাকার বিভিন্ন পাথর ভাঙা কারখানায় বেসরকারি সংস্থা সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

আলোচনা শেষে প্রায় ৩০০ পাথর ভাঙা শ্রমিকের মাঝে মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

সভায় বক্তব্য দেন সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, আইন কর্মকর্তা অ্যাডভোকেট হাসিনা খানম, প্রকল্প কর্মকর্তা বি-আম্মা মল্লিকা, সহকারী প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান। আলোচনা সভায় সেফটি এন্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এর আগে বুধবার এসআরএস এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান শাহরিয়ার শোভনের সঙ্গে পাথর ভাঙা শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে গৃহবধূ হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই গ্রেপ্তার
স্কাউটের সনদে শেখ হাসিনার স্বাক্ষর, শিক্ষকের প্রতিবাদ 
লক্ষ্মীপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন