• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১২:৫৬
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের রাস্তার পাশের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন। রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সকালে বাঁশবাগানের মধ্যে আলমগীরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার