বরিশালে মদ্যপান অবস্থায় ১২ যুবককে আটক করল সেনাবাহিনী
বরিশালে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে আটক করেছে সেনাবাহিনী। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছর। প্রত্যেকের বাড়ি বরিশাল মেট্রোপলিটন এলাকায়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উজিরপুর উপজেলার এম এ জলিল সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. মেহেদী হাসান, মো. শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মো. মেহেদী হাসান, মো. সাব্বির হোসেন, মো. আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ আকাশ ও মোহাম্মদ ফেরদৌস।
সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম.এ. জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর ১২ জন যুবককে পাওয়া যায়। পরে তাদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তারা সবাই মদ্যপান অবস্থায় আছে। এ সময় তাদের কাছ থেকে চারটি লাইসেন্স বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী ১২ যুবককে আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আমারা তাদের আদালতে পাঠিয়েছি।
আরটিভি/এএএ
মন্তব্য করুন