• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৮:০২
সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাইমুল প্রতিপক্ষের ছোড়া বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার অনাবাদি খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর খাস জমিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকেরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় দারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। নইমুল ইসলাম প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা গেছেন বলে দাবি করেন নিহত নইমুল ইসলামের স্বজনরা।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন রশীদ বলেন, খাস জমি নিয়ে দারা মিয়া ও মকবলু লন্ডনির লোকদের মধ্যে বিরোধ অনেক আগের। এ নিয়ে অনেকবার সালিশ হয়েছে। শুক্রবার নতুন করে বিরোধ হয়েছে। শুনেছি গোলাগুলিতে একজন মারা গেছেন। খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মাতারগাঁও গ্রামে দুপক্ষের লোকদের সংঘর্ষে একজন মারা গেছেন। শুনেছি গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু, সেদিন ঘরে ছিল ১০ লিটার ডিজেল
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত
সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার গুদামে আগুন
সিলেট-সুনামগঞ্জে বজ্রপাতে ৮ জনের মৃত্যু