• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৮:৩৩
নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলির প্রতিবাদে উপজেলা সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে নবীনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টায় নবীনগর প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে সার্বক্ষণিক ছিলেন। আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করেছেন এবং হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। আন্দোলনের পর যেসব ছাত্র ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছে, তাদেরকে উপজেলা প্রশাসন থেকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন।

বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ইউএনও তানভীর ফরহাদ শামীমের বদলির আদেশ অবিলম্বে বাতিল করা হোক এবং তাকে পুনরায় বহাল করা হোক। নতুবা আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত: রুমিন 
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ
ট্যুরিস্ট পুলিশের দাবিতে নিঝুমদ্বীপে মানববন্ধন