• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নেত্রকোণায় মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৯:১৫
নেত্রকোণায় মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

মায়ের কাছে রং পেনসিল নিয়ে যাওয়ার বিচার চেয়ে বিচার না পাওয়াতে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। তার নাম তমা আক্তার (১৩)। বৃহস্পতিবার রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৪ অক্টোম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণার কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান।

নিহত তমা ওই গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে রং পেনসিল নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে রাগারাগি হয় তমার। পরে মায়ের কাছে নালিশ করলে তমার মা তাকেই উল্টো ধমক দিয়ে তমাকেই শাসন করেন। পরবর্তীতে তমা রাগ করে ঘরে চলে গেলেও পরিবারে কেউ বিষয়টিকে আমলে নেয়নি। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে পড়লে তমার কোনো সাড়া শব্দ না পেয়ে তমার ঘরে গিয়ে ডাকাডাকি করেন তার মা।
ডাকে সাড়া না দেওয়ায় আশেপাশের লোকজনকে ডাকাডাকি করেন তমার মা। পরে ঘরের দরজা ভেঙে তমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের সহযোগিতায় তমাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট করেছে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার দাবি করছে, মেয়েটি আত্মহত্যা করেছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার