• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ব্যবসায়ী রাশেদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ২৩:২৭
কক্সবাজার
ছবি: আরটিভি

কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর রাশেদ হত্যা মামলার প্রধান আসামি মোতাহের হোসেকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

তিনি বলেন, এজাহার নামীয় আসামি মোতাহের হোসেনের অবস্থান পূর্বে থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় রয়েছে নিশ্চিত করি আমরা। পরে র‍্যাব ১০-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা এই মামলার আরও তথ্য উদঘাটনের জন্য আসামি মোতাহের হোসেনের রিমান্ড আবেদন করব আদালতে। এ ছাড়াও রাশেদ হত্যাকাণ্ডে অপরাপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকায় ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে ব্যবসায়ী রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখে করে রামু থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: আইজিপি 
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ 
ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন তথ্য জানাল পুলিশ