• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ২৩:৫৭
সীমান্ত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম।

তিনি জানান, শুক্রবার ভোর ৫টায় বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম এলাকার ৩৩১/৪ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্শিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫) ও নীলফামারী জেলার পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।

বিজিবি জানায়, বিরল উপজেলার কিশোরীগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৩৩১/৪ এসের কাছে শুক্রবার ভোরে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল ওই দুই যুবককে আটক করে বিরল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে বিজিবি। আটক দুই যুবককে শুক্রবার দুপুরে বিরল থানায় হস্তান্তর করে একটি মামলা করেছে বিজিবি। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
হিলিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার