• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

স্কুলছাত্রীকে নিয়ে পুলিশ সদস্য উধাও

আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ০০:৫৩
পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন সুমন হোসেন নামের এক পুলিশ সদস্য।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জীবননগর পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরও তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ সেপ্টেম্বর তারা কোটচাঁদপুর এলাকায় চলে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে ওই স্কুলছাত্রী আমাদের হেফাজতে আছে। কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি। তাকে র‍্যাবে বদলি করা হলেও যোগদান করেনি। তাই এখন তাকে পুলিশ সদস্য বলা ঠিক হবে না। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা মামলা করলে আমরা নেব।

পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালে ওই স্কুলছাত্রীর সঙ্গে কনস্টেবল সুমন হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তাকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। সেখানে মোবাইলের মাধ্যমে গত ৬ থেকে ৭ মাস যাবত তারা যোগাযোগ অব্যাহত রাখে।

সবশেষ গত ৩০ সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যায়। এরপর ওই স্কুলছাত্রীর বাবা জীবননগর থানাকে বিষয়টি জানান। শুক্রবার ওই স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র হত্যায় সাবেক এমপি টগরসহ ১৫ জনের নামে মামলা
নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার
বজ্রপাতে কৃষকের মৃত্যু
যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা