• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

দল ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১২
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলে আপনারা যারা আছেন, আপনারা যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পরে। এতে দল ক্ষতিগ্রস্ত হয়। দল ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তাই দল কোন অন্যায় বরদাস্ত করবে না। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে টাঙ্গাইলের গোপালপুর মেহেরুন্নেসা মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে, হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ইসা মুনিম, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলনে বিএনপির ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা বিগত সরকারের আমলে অন্যায়, অত্যাচারের শিকার হওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবেগাপ্লুত ডা. জুবাইদা রহমান
৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি