• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

রাজবাড়ীতে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানার সরিষা ইউনিয়নে শনিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধারসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার গণমাধ্যমকে বলেন, ভোরে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সজলের নামে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনী আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে রাজবাড়ীর ডিসি
মাদারীপুরের শীর্ষ ২ সন্ত্রাসী গ্রেপ্তার 
৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১ 
রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর