• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাবনায় হত্যাচেষ্টা মামলার ২ আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৪:৪৭
ছবি : আরটিভি

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে ছাত্রদের হত্যাচেষ্টার মামলায় পলাতক আসামি আকতারুজ্জামান মিঠু (৪৫) ও শামীম প্রামাণিককে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদেরকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ঈশ্বরদী উপজেলার গড়গড়ি গ্রামের রায়হান উদ্দিনের ছেলে আকতারুজ্জামান মিঠু ও আরামবাড়িয়া গ্রামের ইলিয়াছ আলীর ছেলে শামীম প্রামাণিক।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোরতুজা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা শুক্রবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
অগ্নি নির্বাপক যন্ত্রের বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের গাড়ি চালকের মৃত্যু
ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পাবনায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র জব্দ