• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৫:৪৬
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় ২৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আলীম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ অক্টোবর) সকালে র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়া উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল আলীম মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, আব্দুল আলীম ও ভুক্তভোগী তরুণী একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগী, বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আলীম বেশ কিছুদিন ধরে তার গতিবিধি লক্ষ্য করছিল। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর বাবা-মা তাকে বাসায় একা রেখে বাড়ির পাশের মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যান। পরে ভুক্তভোগী তার বাবা-মাকে খুঁজতে স্থানীয় বাছের মিয়ার কাঠ বাগানে যান। বিকেল সাড়ে ৩টার দিকে কাঠ বাগান থেকে আসার সময় একা পেয়ে আলীম তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর কান্না শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আলীম পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর তরুণীর বাবা সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা
চিকিৎসককে ধর্ষণ ও হত্যা: সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড 
চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা