চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৭ ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে দক্ষিণ শহর এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার দুপুর ১২টার দিকে ওই এলাকার একটি আম বাগানের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ককটেলগুলো উদ্ধার করে ৫৩ বিজিবি সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ছিল সেনা ও পুলিশ সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনির-উজ জামান জানান, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে দক্ষিণ শহর এলাকার একটি আম বাগানের জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযানে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকাসহ সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন