• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সোনারগাঁয়ে ক‍্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে গুণীজন সংবর্ধনা

মোশারফ হোসেন খসরু, সোনারগাঁও প্রতিনিধি

  ০৬ অক্টোবর ২০২৪, ০২:৩৩
সোনারগাঁয়ে ক‍্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে গুণীজন সংবর্ধনা
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্যাপিটাল স্কুল অ্যাণ্ড কলেজের বার্ষিক পুরস্কার এবং গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন।

সোনারগাঁ ক্যাপিটাল স্কুল ও কলেজের পরিচালক রাশেদুল ইসলামের সার্বিক সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের উপসচিব মো. মাজহারুল ইসলাম, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ, সোনারগাঁ থানার ওসি এম এ বারী বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন মিয়া। এ ছাড়াও সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি সোনারগাঁওয়ে স্বপ্নজয়ী নামের একটি পাঠশালা পরিদর্শন করেন।

যুগ্ম সচিব সাগরিকা নাসরিন বলেন, সোনারগাঁ হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী ও বাংলাদেশের ঐতিহ্যের ধারক বাহক। ইতোপূর্বে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে এখানে থেকেছি। সেসময় দায়িত্বে থাকাকালে শিক্ষা নিয়েই কাজ শুরু করেছিলাম। এখান থেকেই সুশিক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের দেশ গড়ার অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক
সোনারগাঁওয়ে সমন্বয়কদের গাড়িতে হামলা, গ্রেপ্তার ২
‘মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে’