• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

লোহাগড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১২
লোহাগড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালক ওই যুবকের নাম মো. রিফাদুল ইসলাম মিঠুন (৩৩)।

শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার যশোর-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

এ সময় মোটরসাইকেলে থাকা নিহত রিফাদুলের মামা আজাদ শেখ (৫০) গুরুতর আহত হয়েছেন।

নিহত রিফাদুল লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে। আহত আজাদের বাড়ি উপজেলার দোয়া-মল্লিকপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মোটরসাইকেলে ঢাকা থেকে লোহাগড়ার দিকে ফিরছিলেন রিফাদুল ও তার মামা আজাদ। রাতে লোহাগড়া উপজেলার কালনা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রিফাদুল ও তার মামা আজাদ ছিটকে পড়েন। এ সময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিফাদুলকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত