• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ০৬:১৬
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সীতাকুণ্ডের শুকলালহাট ও মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন।

জানা যায়, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয়ের এক মেয়ে (২২) ট্রেনে কাটা পড়ে মারা যান। অপরদিকে বিকেল সাড়ে ৫টায় মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক যুবক (২৩)।

খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, আমাদের ফাঁড়ি এলাকায় ঘটনা হওয়ায় দুটি লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ 
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ৬ কিলোমিটার যানজট