• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

জয়পুরহাটে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২৪
জয়পুরহাটে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী দাদাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে দুস্থদের সরকারি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন ওয়াজেদ আলী। শুক্রবার তিনি এলাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র-জনতার তোপের মুখে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 
নলছিটিতে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু
মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে