• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৫
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
ছবি : সংগৃহীত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন।

শনিবার (৫ অক্টোবর) রাতে মহেশপুর উপজেলার বৈচিতলা ও কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহেশপুর উপজেলার শাহাদত হোসেন নসিমন যোগে একটি কম্পানির পণ্য সরবরাহের কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পৌরসভার বৈচিতলা মৃত্তিরগাড়ী মাঠ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে কোটচাঁদপুরের নওদাগ্রাম এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক গেলে ইমন নামের একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অপরজনের অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর ও মহেশপুর থানার ওসি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে প্রয়াত শিক্ষকের স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ
একদিনে সারাদেশে সড়কে ঝরলো ১৪ প্রাণ
ঝিনাইদহে জমিজমা বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪