• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

মাঠে ফুটবল খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৯
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে যশরা ইউনিয়নের দৌলতপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম (১৮) উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মজয় গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

জেএসএস ক্লাবের প্রধান উপদেষ্টা মতিউর রহমান মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেএসএস ক্লাবের সঙ্গে দৌলতপুরের একটি ফুটবল ম্যাচ ছিল, খেলা চলছিল। ওই খেলায় ফাহিম অতিরিক্ত খেলোয়ার হিসেবে সাইড বেঞ্চে বসেছিল। বিরতির পর ফাহিমকে মাঠে নামানো হয়। মাঠে নামার দুই থেকে তিন মিনিট পর মাঠেই লুটিয়ে পড়ে ফাহিম। পরে ফাহিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর-ময়মনসিংহে তলিয়ে গেছে ১৬৩ গ্রাম
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
পট পরিবর্তনেও পাল্টায়নি ময়মনসিংহ বিআরটিএ