• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নানির সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল নাতি

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৭
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নানির সঙ্গে ঘুরতে বের হয়ে অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে লাবিব ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিব কুয়াকাটার নবীনপুর গ্রামের বাসিন্দা জাকারিয়া জাহিদের বড় ছেলে। জাকারিয়া জাহিদ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি এবং পর্যটন ব্যবসায়ী।

পারিবারিক সূত্রে জানা গেছে, নানি জামিলা খাতুন সকালে লাবিব ও তার ছোটভাই লিহানকে নিয়ে শরীরচর্চা করতে বের হন। সেখান থেকে একটি অটোভ্যানে বাসায় ফেরার পথে পেছন থেকে আরেকটি অটোভ্যান অতিক্রম করার সময় ধাক্কা লেগে উল্টে যায়। এতে লাবিবের মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
রাজৈরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২