• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১৪:৪৬
ছবি : আরটিভি

চাঁদপুরের ফরিদগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।

জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ব্যবহার না করায় ভাই ভাই বেকারিকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসীকে ৫ হাজার টাকা ও বাসী গ্রিল বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে ঢাকা হোটেলকে ১০ হাজার টাকাসহ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদগঞ্জে বিএনপির জনসভা
ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
ফেসবুকে ত্রুটি, মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ