• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবে ৮২ প্লাটুন বিজিবি

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩৪
ছবি : সংগৃহীত

দুর্গোৎসব যেন নিঃশঙ্কচিত্তে পালিত হয় এজন্য সার্বিক নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার নিশ্চিতকল্পে বিজিবির নিরাপত্তা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সেক্টর কমান্ডার আরও বলেন, শারদীর দুর্গাপূজা যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিতে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২টি পূজামণ্ডপে ৮২ প্লাটুন বিজিবি নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।

এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান৷ পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরাচালানের বিষয়ে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন, উপঅধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারী পরিচালক মো. ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদরঞ্জন চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নব্য দখলদারদের পরিণতিও হাসিনার মতো হবে: আবু হানিফ
কুমিল্লা-ফরিদপুর বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন
৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধসহ ৪ কারবারি আটক 
বিজয় দিবসে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিন্ন আয়োজন