• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ভূমি অফিসের নিজ কক্ষে সার্ভেয়ারের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১০:২১
ভূমি অফিসের নিজ কক্ষে সার্ভেয়ারের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের কক্ষ থেকে মো. জসিমউদ্দিন খান (৫০) নামে এক সার্ভেয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অফিস কক্ষেই ফ্যানের সঙ্গে ঝুলছিল ওই সার্ভেয়ারের মরদেহ। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র।

সার্ভেয়ার জসিমউদ্দিন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তবে চাকরিসূত্রে তিনি বরিশাল নগরে থাকতেন।

স্থানীয় নিখিল নামে এক নৈশপ্রহরী জানান, সন্ধ্যা ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। ভাত নিয়ে এসে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে তার মরদেহ। পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ভূমি অফিসের তিনতলায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিলেন সার্ভেয়ার জসিমউদ্দিন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। আর এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্ত না করে তা এখনই বলা যাবে না।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ববির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মামুন
বরিশালে জাতীয় নাগরিক কমিটির সভায় বিএনপির হামলা
বরিশালের সাবেক এমপি হাসানাতের শ্যালক গ্রেপ্তার