• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

শাশুড়িকে শ্বাসরোধে হত্যা, মরদেহ মিলল সিন্দুকে

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১২:২১
শাশুড়িকে শ্বাসরোধে হত্যা, মরদেহ মিলল সিন্দুকে
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নয়াডিঙ্গি এলাকায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। রোববার রাতে নিজ বাড়ির শয়ন কক্ষের সিন্দুকের ভেতর থেকে শাশুড়ির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

নিহত শাশুড়ি হায়াতুন নেছা (৬৫) নায়াডিঙ্গী এলাকার মাহামুদ কাজীর স্ত্রী।

এ ঘটনায় ছেলের বউ রুনা বেগম ও তার মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, হায়াতুন নেসার একমাত্র ছেলে কাজী খালেক সৌদি আরব প্রবাসী। একতলা বাড়িতে বউ-শাশুড়ি বসবাস করতেন। কিন্তু পুত্রবধূ-শাশুড়ির মধ্যে তেমন বনিবনা হতো না। প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় সকালে বা দিনের যেকোনো সময় শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ স্টিলের বাক্সে সিন্দুকের ভেতর লুকিয়ে রাখেন পুত্রবধূ। দুপুরের দিকে ঘরে তালা দিয়ে পুত্রবধূ বাবার বাড়িতে চলে যান। সন্ধ্যার দিকে তার মাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন।

এ সময় প্রতিবেশীরা তার কাছে শাশুড়ির খোঁজ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। বিষয়টি প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে স্টিলের বাক্সের ভেতর মরদেহ দেখতে পান। পরে পুত্রবধূ ও তার মাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুত্রবধূ ও তার মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিশোধ নিতে শ্বাসরোধে হত্যা, আসামি গ্রেপ্তার
চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি আটক
ঘুমন্ত স্ত্রী-শাশুড়ির গায়ে আগুন দিয়ে হত্যা
যে কারণে সাবাকে শাওন বললেন, তুই কিন্তু খালা শাশুড়ি