• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫০
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

গাইবান্ধায় পৃথক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গফুর আলী (৮৫) ও হাবিজার রহমান (৫২) নামে দুজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে জেলার সাদুল্লাপুর ও দুপুরে পলাশবাড়ী উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।

সোমবার (৭ অক্টোবর) স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত আব্দুল গফুর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া (আকনপাড়া) গ্রামের মৃত মহর আকন্দের ছেলে। হাবিজার রহমান পলাশবাড়ী উপজেলার উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বলেন, ‘আব্দুল গফুর পাশের কোনাপাড়া গ্রামে তার শ্বশুর মৃত মাছিম উল্লার বাড়িতে বসবাস করতেন। সন্ধ্যায় বাড়ির বাইরে থাকা বাঁশের সঙ্গে ঝোলানো বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিচ্ছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এদিকে পলাশবাড়ীর মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল রিপন বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে শনিবার রাতে হাবিজারের একটি ঘর হেলে পড়ে। রোববার দুপুরে ওই ঘর মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ আলী। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু 
স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও