• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

শাশুড়িকে উদ্ধারে নেমে ভেসে গেলেন জামাতা, অতঃপর...

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১৩:০১
শাশুড়িকে উদ্ধারে নেমে ভেসে গেলেন জামাতা, অতঃপর...
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় স্রোতের কবল থেকে শাশুড়িকে উদ্ধার করতে পানিতে নেমে ভেসে গেছেন তৌহিদুল ইসলাম উজ্জল (৩৫) নামে তার মেয়ে জামাই। পরে ৮ ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামে রোববার এ ঘটনা ঘটেছে।

সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।

নিহত তৌহিদুল ইসলাম উজ্জল নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উজ্জল উপজেলার বন্যা প্লাবিত চিকনা গ্রাম থেকে শাশুড়িকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। হাটপাগলা পৌঁছালে রাস্তার ওপর পানির স্রোতে শাশুড়ি ভেসে যাওয়ার উপক্রম হয়। পরে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানির স্রোতে ভেসে যান উজ্জল। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাটিতে তার মরদেহের সন্ধান পায়।

ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক বলেন, ‘হাটপাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উজ্জলের মরদেহ উদ্ধার করেছেন।’

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, ‘স্রোতের কবল থেকে শাশুড়িকে উদ্ধার করতে পানিতে নেমে তৌহিদুল ইসলাম উজ্জল এ দুর্ঘটনার কবলে পড়েন। প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঠে ফুটবল খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ
ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর-ময়মনসিংহে তলিয়ে গেছে ১৬৩ গ্রাম
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ