• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

আশুলিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১৫:৩৩
আশুলিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ছবি : আরটিভি

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা মামলার আসামি সাদেক ভূঁইয়াকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান।

এর আগে রোববার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদেক ভূঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট আসামি সাদেক ভূঁইয়া নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। এতে আশুলিয়া থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। এ ছাড়াও দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলা দায়ের হওয়ার পর তিনি ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাবের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আলো আসবেই’ গ্রুপে শিল্পী সমিতির সদস্যদের থাকা নিয়ে যা বললেন মিশা
‘প্রকাশ্যে রাজনীতি না করলে আজ তাদের এমন শোচনীয় অবস্থা হতো না’
যে কারণে সাবাকে শাওন বললেন, তুই কিন্তু খালা শাশুড়ি
চোখের আলো ফেরার অপেক্ষায় প্রহর কাটছে নির্মাতা মাসুদ মহিউদ্দিনের