• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১৮:১৬
চিনি
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ট্রাক থেকে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকে থাকা দুজনকে আটক করা হয়।

সোমবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম।

এর আগে, রোববার ভোররাতে ঢাকা সিলেট হাইওয়ে রোডে সিলেট থেকে ঢাকার দিকে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় থেকে এসব চিনি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাবনা জেলার ভাঙ্গারিয়া গ্রামের আবদুল মাজেদের ছেলে মো. জাকারিয়া হোসেন (২০), পাবনা ঈশ্বরদী চক আল্লাদীর শহিদুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (২৪)।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক আটক করে ২৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করলে চিনির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তারা ভারতীয় চিনি অবৈধ পথে দেশে নিয়ে এসেছেন বলে জানান।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ 
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত: রুমিন 
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ