• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সেক্টর কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৮
ব্রাহ্মণবাড়িয়া
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির পিবিজিএম।

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে কসবা পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরসহ অন্যান্য মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জাব্বারসহ অন্যান্য কর্মকর্তা, কসবা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

কসবা সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। এ সময় তিনি নির্বিঘ্নে পূজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি