• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ২০:৫২
তোফাজ্জল হোসেন
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তোফাজ্জল হোসেন মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে বিজয়ী হন তোফাজ্জল হোসেন।

পুলিশ সূত্র জানা গেছে, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এবং হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামের এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, রাতে নদীতে মিলল ২ শিশুর মরদেহ
মুক্তিপণ না পাওয়ায় শিক্ষক আরিফ হত্যা, হোতা গ্রেপ্তার
দীর্ঘ জেরা শেষে আজহারীকে ছাড়লো মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ
মোদির দেওয়া স্বর্ণমুকুট উদ্ধারে পুরস্কার ঘোষণা সাতক্ষীরা পুলিশ সুপারের