নড়াইল সদর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিয়ালি (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বাশভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পিয়ালি অধিকারী নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বিরেন অধিকারীর মেয়ে।
পিয়ালির বাবা বিরেন অধিকারী জানান, প্রতিদিনের মতো মেয়ে আজ সকালে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে নড়াইল শহরে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাঁশভিটা এলাকায় গেলে তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সঙ্গে জড়িয়ে গেলে গুরুতর জখম হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরটিভি/এফএ-টি