চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ , ১১:৫৩ এএম


চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত 
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৬ জন। এরমধ্যে নগরে ১ হাজার ১৩৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। এ ছাড়া মৃত্যু হয়েছে ১৬ জনের। চলতি অক্টোবরে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। তবে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৬ জন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম সিএমএইচে ৬ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩২ জন। 

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামে বর্তমানে থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমছে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, গাড়ির টায়ারসহ বিভিন্ন পরিত্যক্ত বস্তুতে জমে থাকা পানি ডেঙ্গুবাহী এডিস মশা প্রজননে সহায়ক ভূমিকা পালন করছে। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীও বাড়ছে। তাই সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখাসহ কোথাও যাতে তিনদিনের বেশি পানি না জমে সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ ছাড়া রাতে ছাড়াও দিনেরও বেলায়ও মশারি টানাতে হবে। 

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন রোগী। এরমধ্যে মারা যান ১০৭ জন। এ ছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জনের, ২০২১ সালে আক্রান্ত হন ২৭১ জন এবং মারা যান ৫ জন রোগী।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission