• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নেত্রকোণায় ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৩:৩৯
নেত্রকোণায় ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
ছবি : সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সড়কের পাশে তাকে দাফন করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন।

স্থানীয়রা জানান, টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে। সোমবার বিকেলে পানিতে ডুবে থাকা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

নিহতের ভাতিজা আলাল খান বলেন, ‘পানিতে পুকুর ডুবে গেছে। কোনদিকে পুকুরের গভীর বোঝার উপায় নেই। এ পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশে পানি, সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।’

ইউপি সদস্য রুহুল আমীন বলেন, ‘আমি খোঁজ নিয়েছি, মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
নেত্রকোণায় দুই জুয়াড়িকে আটক করল সেনাবাহিনী
তুচ্ছ ঘটনায় শিবচরে প্রতিবেশীর আঘাতে বৃদ্ধের মৃত্যু
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ নিহত ২