• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ আটক ২

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৪:১৯
ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ আটক ২
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকভর্তি চিনিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মিজানুর রহমান।

আটককৃতরা হলেন- সিলেটের জৈয়ন্তাপুর উপজেলার চিকরাগুলের নাজিম উদ্দিনের ছেলে মো. সোলাইমান আহম্মদ (২১) ও একই জেলার শাহ পরান থানার খাদিমপাড়া এলাকার মৃত আকলিছ মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (২২)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ১৭০ বস্তা চিনি উদ্ধার করা হয়। জব্দ করা হয় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা
পুলিশের মাথা ফাটাল তাহেরী ভক্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
মা-বাবাকে মারধর, ছেলে-নাতি গ্রেপ্তার