• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

কক্সবাজারে ২ এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৫
কক্সবাজারে ২ এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

কক্সবাজার উখিয়াতে ২ এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী ছিলেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উখিয়া রাজাপালং ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০), হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)।

এ বিষয়ে ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, ‘উখিয়া থেকে পৃথকভাবে ২ এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুজনই একই এনজিও সংস্থার কর্মী এবং সহকর্মী ছিলেন।’

তিনি আরও বলেন, ‘পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিপণ না পাওয়ায় শিক্ষক আরিফ হত্যা, হোতা গ্রেপ্তার
রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’
কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপহরণের ১৪ দিন পর শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার