ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

খুলনায় মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ , ০৩:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

খুলনায় মাদক মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ অক্টোবর) বিচারক এ রায় দেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলার গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল। 

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় আদালত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী বলেন, ‘রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |