• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নাটোরে স্কুলছাত্রী অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৬
নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান।

তিনি বলেন, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ভুক্তভোগী ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করেন প্রতিবেশী আব্দুর রশীদের ছেলে আরিফসহ ২ থেকে ৩ জন। তারা পলিকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ব্যাপারে ভিকটিমের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় অভিযুক্ত আরিফ তার বাবা আব্দুর রশীদের সহায়তা ও যোগসাজশে পলিকে অপহরণ করেছেন।

তিনি আরও বলেন, মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে পাঠানো হলে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।
সেই সঙ্গে জরিমানার ২০ হাজার টাকা ভিকটিম পাবে বলেও জানান এ আইনজীবী।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু
বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল 
নড়াইলে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের ৭ জন গ্রেপ্তার