সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পরে আব্দুল্লাহ নেওয়াজ তুষার নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাভার মডেল থানার পুকুর থেকে ডুবুরি দলের সদস্যরা ওই শিক্ষার্থীরা মরদেহ উদ্ধার করে।
নিহত কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ নেওয়াজ তুষার সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে। তিনি সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌ-বাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। পরে দুপুর ১টার দিকে সে মডেল থানার পুকুরে নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় থানার ঘাটে দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিশকে খবর দেন।
টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ডুবুরি দলের চারজন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিল। তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন