• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

নীলফামারীতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ২১:২৫
ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে রবিউল ইসলাম বাবু (৪২) নামে এক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে তার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের গদা কোরানিপাড়া গ্রামের নুরুল সরকারের ছেলে।

রবিউল ইসলাম বাবু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে শহরে আগ্নেয়াস্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ শহরের চৌরঙ্গী মোড় হতে ২০০ থেকে ২৫০ জন আওয়ামী লীগের নেতাকর্মী একত্রিত হয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের ওপর চড়াও হয়ে ছত্র ভঙ্গ করেন। এ সময় হঠাৎ শহরের পৌরমার্কেট তিতুমীর সড়কে অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় টিভি, এসি, ফ্রিজ, টেবিল, চেয়ার, আসবাবপত্র, তিনটি ল্যাপটপ, স্যানেটারি মালামালসহ প্রায় ৩২ লাখ টাকার মালামালে ক্ষতি সাধন হয়। এ ঘটনায় সদরের শাহীপাড়া এলাকার মৃত আতফাব উদ্দিনের ছেলে রবিউল আলম সরকার বাদী হয়ে ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এম এ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশি আটক
কুষ্টিয়ায় সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুয়া মেজর আটক
মগবাজার ক্রসিংয়ে আটকে পড়ল গাড়ি, দুমড়েমুচড়ে চলে গেল ট্রেন
অবৈধভাবে দেশে ফেরার পথে বিজিবির হাতে আটক ৫