• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সুনামগঞ্জের চলতি নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ২২:৫০
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের চলতি নদীতে বাল্কহেডসহ বালু ও পাথর পরিবহনে সব ধরনের নৌযান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৭ অক্টোবর) জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলার চলতি নদী সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সীমান্তে অবস্থিত খাসিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়ে সুরমা নদীতে পতিত হয়েছে। এ নদীতে সরকার অনুমোদিত কোনো বালু বা পাথর মহাল নেই। ফলে সেখানে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয় না। যেহেতু বালু উত্তোলনের কোনো অনুমতি নেই এবং এলাকায় কোনো শিল্পকারখানা ও কৃষি উৎপাদনের মতো বিষয় না থাকায় নদীতে ভারী নৌযান চলাচলের কোনো কারণ নেই। অন্যদিকে এ নৌপথের শেষ গন্তব্য বাংলাদেশ-ভারত সীমান্ত। তাই এলাকাটিতে শুধু বালু পরিবহনের জন্য বাল্কহেড ও অন্য বড় নৌযান চলাচল অবৈধ। তাই চলতি নদীতে বালু পরিবহনে বাল্কহেড বা বড় নৌযান চলাচল ফৌজদারি অপরাধের শামিল।

এতে আরও উল্লেখ করা হয়, চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধের লক্ষ্যে চলতি ও সুরমা নদীর মোহনা থেকে নদীটির প্রবেশমুখ হয়ে উত্তর সীমান্তের খাসিয়া পাহাড় পর্যন্ত অংশে সব ধরনের বাল্কহেডসহ বালু পরিবহনে ব্যবহৃত নৌযান প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া বলেন, প্রশাসন অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা 
ট্রাক উল্টে অটোরিকশাকে চাপা, নিহত ১
সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
হেনরীর দেশত্যাগে এবার স্থায়ী নিষেধাজ্ঞা