• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ২৩:২৭
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মিয়ানমার সীমান্তের অংশ থেকে মাছ ধরার ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

আটক জেলেরা হলেন- শাহপরীর দ্বীপের আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), জালিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল গণি বলেন, নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও পরিবারের চাহিদা মেটাতে কিছু লোক স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। সোমবার পাঁচজন বড়শি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা ধরে নিয়ে গেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে শাহপরীর দ্বীপের বাসিন্দা সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সোমবার (৭ অক্টোবর) নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে আরাকান আর্মি সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে।

আবদুস সালাম আরও জানান, জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, নৌকায় করে নাফ নদীতে মাছ ধরতে গেলে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা জেলেদের মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে আলোচনা চলছে।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ
মিয়ানমার থেকে ৫৮ জেলেকে ফেরত আনলো কোস্টগার্ড
পূজার ছুটিতে বেনাপোল সীমান্তে যাত্রী পারাপারে ভিড়
বাংলাদেশি জেলেদের আটক ও গুলির কারণ জানাল কোস্টগার্ড