দিনাজপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
দিনাজপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তার নাম ফখরুল ইসলাম (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন অটোবাইকের আরও ২ যাত্রী।
মঙ্গলবার (৮ অক্টোবর) শহরের হাউজিং মোড় আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান।
নিহত ফখরুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে।
এ ঘটনায় আহত অটোবাইকের যাত্রীরা হলেন, দিনাজপুর উপশহর এলাকার জামালের ছেলে বেলাল (৩০) ও একই এলাকার মকবুলের ছেলে সাইদুর (৩০)।
এ বিষয়ে ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘মঙ্গলবার সকালে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ দিনাজপুর শহরের আঞ্চলিক মহাসড়কের হাউজিং মোড় এলাকায় একটি অটোবাইককে ধাক্কা দেয়। এ সময় অটোবাইকের চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হন।’
ওসি আরও বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।’
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন