• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দিনাজপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৫
দিনাজপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
ছবি : সংগৃহীত

দিনাজপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তার নাম ফখরুল ইসলাম (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন অটোবাইকের আরও ২ যাত্রী।

মঙ্গলবার (৮ অক্টোবর) শহরের হাউজিং মোড় আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান।

নিহত ফখরুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে।

এ ঘটনায় আহত অটোবাইকের যাত্রীরা হলেন, দিনাজপুর উপশহর এলাকার জামালের ছেলে বেলাল (৩০) ও একই এলাকার মকবুলের ছেলে সাইদুর (৩০)।

এ বিষয়ে ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘মঙ্গলবার সকালে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ দিনাজপুর শহরের আঞ্চলিক মহাসড়কের হাউজিং মোড় এলাকায় একটি অটোবাইককে ধাক্কা দেয়। এ সময় অটোবাইকের চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হন।’

ওসি আরও বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার 
হিলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস