• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন প্রান্ত, চাপা দেয় ট্রাক

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৯
মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন প্রান্ত, চাপা দেয় ট্রাক
ছবি : সংগৃহীত

খুলনার রূপসা বাইপাস সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। তার নাম প্রান্ত শেখ (১৯)।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে নগরীর লবণচরা থানার টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান।

নিহত প্রান্ত নগরীর বয়রা কলেজ মোড় পিজিএফ কলোনির সাঈদুজ্জামানের ছেলে।

এ বিষয়ে লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে চা পান করতে রূপসা যান। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে প্রান্ত গ্যাস সিলিন্ডার বেঝাই ট্রাকের নিচে চলে যান। এ সময় ট্রাকটি তার শরীরের ওপর দিকে চলে গেলে ঘটনাস্থলে প্রান্ত শেখের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের
কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত