পটলখেতে মিলল যুবকের মরদেহ
রাজশাহীর মোহনপুরে পটলখেত থেকে শাহাবুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের একটি পটলখেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান।
শাহাবুল উপজেলার মোল্লাপুকুর গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে।তিনি কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বলে জানান স্থানীয়রা।
পুলিশ জানায়, সকালে ঘটনাস্থলে এলাকার স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পাশে বিষের বোতল পড়েছিল। এ ছাড়া প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘শাহাবুল পেশায় কৃষিকাজ করতেন। বিভিন্ন হাটে সবজি বিক্রিও করতেন। তার রাজনৈতিক পদ-পদবির বিষয়টি পরিষ্কার না। কী কারণে মৃত্যু হয়েছে, এটিও স্পষ্ট না। তবে মরদেহের পাশে বিষের বোতল দেখে ধারণা করা হচ্ছে, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। এ ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন