• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

১০ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ১৬:০২
১০ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ
ছবি : সংগৃহীত

১০ দিনে ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির।

জানা যায়, ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫টি ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রোববার (২৯ সেপ্টেম্বর) ৬টি ট্রাকে ১৯ টন, সোমবার (৩০ সেপ্টেম্বর) ৩০টি ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০টি ট্রাকে ৯২ টন, শনিবার ১৩টি ট্রাকে ৪২ টন, সোমবার ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষে মঙ্গলবার (৮ অক্টোবর) ৮টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

স্থলবন্দর সূত্র বলছে, প্রতিকেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে। যা বাংলাদেশি প্রায় ১ হাজার ১৮০ টাকা। পূজার ছুটিতে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে সরকার অনুমোদিত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে।

যদিও আগামী ৪ দিনের মধ্যে বাকি ১ হাজার ৯৬১ টন ইলিশ রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, এই অল্প সময়ের মধ্যে ১ হাজার ৯৬১ টন ইলিশ কোনোভাবেই রপ্তানি করা সম্ভব না। তাই তারা রপ্তানির সময় আরও বৃদ্ধির আবেদন জানিয়েছেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তার মানে ১০ দিনে রপ্তানি হয়েছে ৪৫৯ টন। ১২ অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর
বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু
ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনও ক্ষতি নেই: এম সাখাওয়াত