খেলতে গিয়ে বিলে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
নরসিংদীতে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে জোবায়ের (৯) ও হুসাইন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের উত্তর বাগহাটায় এ ঘটনা ঘটে।
মৃত জোবায়ের ও হুসাইন বাগহাটায় এলাকার শাহেদা আক্তার এবং মনির হোসেন জুয়েলের সন্তান।
নিহতের মা শাহেদা বেগম জানায়, কয়েকজন শিশুর সঙ্গে খেলতে গিয়েছিল তারা। অন্য শিশুরা বাড়িতে আসলেও খেলার এক পর্যায়ে জোবায়ের ও হুসাইন বাড়িতে ফিরে আসে নাই। দীর্ঘক্ষণ না পাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজ করি। কোথাও তাদেরকে খুঁজে পায়নি। এলাকার একজন মহিলা গোসল করতে বিলের পানিতে নামলে তার পায়ে প্রথমে জোবায়েরের পায়ের অংশ লাগে, ওই মহিলা ভয়ে পানি থেকে উঠে যায়। পরে এলাকার আরেকজন লোক পানিতে নেমে হুসাইন আহমেদ ও পরে জোবায়ের আহমেদকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন