• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

বাড়ি ফেরা হলো না মাংস ব্যবসায়ীর, সড়কের পাশে মিলল মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ১০:২৮
ছবি: আরটিভি

টাঙ্গাইলে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম সাইফুল ইসলাম। তিনি কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতো সাইফুল। গতকাল দুপুরে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে বাড়ি না ফেরায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন। আজ সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাইফুলের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার হত্যার আসল কারণ জানা যাবে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ
নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ