চিত্রশিল্পী এস এম সুলতানের মুত্যুবার্ষিকী পালিত
নড়াইলে নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনটি উপলক্ষে কোরআন খতম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শহরের মাছিমদিয়ায় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিল্পী সুলতানের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম, সকাল সাড়ে ৮টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় শিল্পী এসএম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, শিশুস্বর্গে শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন, সকাল ১০টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিল্পী এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা ও পুরষ্কার বিতরণী এবং পটগান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান।
তিনি তার বক্তব্যে বলেন, মাটি ও মানুষের শিল্পী এস এম সুলতান আমাদের গর্ব। তিনি শিল্পকর্মের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন। তার চিত্রকর্মে গ্রাম-বাংলার চিত্র ফুটে উঠেছে। তার দর্শন সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন, এনডিসি মো. জিসান আলী, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, এস এম সুলতান চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম
মন্তব্য করুন