হাতিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
নোয়াখালী হাতিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সূর্যমুখী ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এতে অংশগ্রহণ করেন জেলে, মৎস্য ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও নৌ-পুলিশ সদস্যরা।
সচেতনতা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা। বক্তব্য রাখেন নৌ-পুলিশের উপপরিদর্শক ছাইফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আলা উদ্দিন, জবিয়ল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিল্টন চাকমা বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মা ইলিশ রক্ষায় সরকার এই পদক্ষেপ নিয়েছে। প্রতি বছর মা ইলিশ ডিম ছাড়ার সময় এলে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকে। সরকারের এই আদেশ মেনে চলবেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নদীতে পাহারায় থাকবে। এ সময় কাউকে নদীতে মাছ ধরা অবস্থায় পাওয়া গেলে আইনের আওতায় এনে সাজা দেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মা ইলিশ রক্ষায় জেলেরা যেন নদীতে না যায় এজন্য সচেতনতা মূলক এই সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া হাতিয়ার বিভিন্ন অঞ্চলে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন